মুসলিম মেয়েরা কেন পাবে না সম্পত্তির সমান ভাগ
মুসলিম সম্প্রদায়ের মেয়েদের অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হল সম্পত্তির সমান অধিকার থেকে বঞ্চিত হওয়া। এমনকী ভারতে এখনও, কোনও সন্তান, পিতা বেঁচে থাকাকালীন মারা গেলে সেই মৃত সন্তানের স্ত্রী ও ছেলে-মেয়েরা জীবিত শ্বশুরের/ দাদুর সম্পত্তি আইনত কিছু পায় না। কেউ কেউ দান করেন। তবে অধিকার নেই। পৈতৃক সম্পত্তিতে সমান অধিকারের দাবি তাই ক্রমশ জোরালো হচ্ছে।
by শাম্মা বিশ্বাস | 27 October, 2023 | 1437 | Tags : muslim family law inheritance women protest in india